রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নপত্র গতকাল সোমবার দুপুরে যাচাই-বাছাই করা হয়। এতে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিটলার চৌধুরীর ভুলুর ভোটারদের স্বাক্ষর ও টিপসই গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন ১৫(ক) ৩ ধারাবলে মনোনয়নপত্র বাতিল করেন। বর্তমানে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হচ্ছেন- আওয়ামী লীগের মোখছেদুল মোমিন, বিএনপির শওকত হায়াত শাহ, জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী, ইসলামী আন্দোলনের হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল মুনতাকিম। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল। ভোটগ্রহণ ১৬ মে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক চলতি বছরের ১ মার্চ ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।