Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারখানায় উৎপাদন ব্যাহত সেচ সংকটে বিপাকে কৃষক

গোবিন্দগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতের উপর্যুপরি লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ চলতি ইরি-বোরো মৌসুমে সেচ সংকটের কবলে পড়ে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা বিপর্যস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে। জানা গেছে, বিগত প্রায় এক মাস যাবৎ গোবিন্দগঞ্জ উপজেলার সর্বত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। কর্ম ঘণ্টাগুলোতে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎনির্ভর সকল কার্যক্রম থমকে পড়ছে। বিঘিœত হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখা। চাহিদা মতো সেচ দিতে পারছে না ইরি-বোরো চাষিরা। এক কথায় বিদ্যুৎ নিয়ে উপজেলার সর্বত্র হাহাকার শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে ৩০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ চালিত ২০৩টি গভীর নলক‚পের সেচের আওতায় ৪ হাজার ২৫০ হেক্টর, ১ হাজার ৫৫০টি অগভীর নলক‚পের সেচের আওতায় ৭ হাজার ২০০ হেক্টর ও ৪টি এলএলপি সেচ পাম্পের আওতায় ২৫ হেক্টর জমি। মোট ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে বিদ্যুৎনির্ভর সেচ ব্যবস্থায় বোরো আবাদ হয়েছে। লোডশেডিংয়ের বিষয়ে পিডিবির গোবিন্দগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ আবু হারেছ জানান, দিনের বেলা তার বিতরণ এলাকায় ৮ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ পাচ্ছেন মাত্র ৪ মেগাওয়ার্ড। আর সন্ধ্যায় পিক আওয়ারে সাড়ে ৯ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদার বিপরীতে বরাদ্দ পাচ্ছেন ওই ৪ মেগাওয়ার্ড। ফলে বিদ্যুতের লোড ম্যানেজমেন্টে সমস্যা হচ্ছে। তিনি জানান, তার বিতরণ এলাকায় ৩৩৬টি বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। অপরদিকে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ অফিসের ডিজিএম সাইফুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ বিতরণ এলাকার ৩টি উপকেন্দ্রে ২২ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ পাচ্ছেন মাত্র ৫ মেগাওয়ার্ড। ফলে রেশনিং পদ্ধতিতেও লোড ম্যানেজমেন্ট করা সম্ভব হচ্ছে না। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়া পর্যন্ত লোডশেডিং থেকে পরিত্রাণের সুযোগ নেই। তিনি জানান, এ উপজেলায় ১৬শ’ বিদ্যুৎ চালিত সেচপাম্প রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ