Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই নতুনবাজার কেপিএম টিলায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ত্রিশটি বাসাবাড়ি পুড়ে ছাই। ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা বলে জানা যায়। গতকাল সোমবার সাড়ে বারটার দিকে কাপ্তাই নতুনবাজার এলাকার কেপিএম নিরাপত্তায় কর্মরত শামসু নামের এক লোকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকার লোকজন উল্লেখ করেন। আগুন লাগার সাথে সাথে বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। বসবাসরত মালিক ও ভাড়াটিয়ার প্রায় ত্রিশটি ঘর তাৎক্ষণিক পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার সাথে সাথে কাপ্তাই নৌবাহিনী ফায়ার সার্ভিস, কাপ্তাই ফায়ার সার্ভিস এবং এলাকার যুবসমাজের সকল প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। এলাকার যুবসমাজ নিজের জীবনবাজি রেখে চালের উপর উঠে বালতি, কলসিসহ বিভিন্ন রকমের আগুন নিয়ন্ত্রণ ব্যবহার করে নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার সাথে সাথে কাপ্তাই সেনাবাহিনী ১০ বেঙ্গল, ৫আর ই, ১৯ বিজিবি, কাপ্তাই থানা পুলিশ অগ্নিকাÐ নিভানো এবং আইনশৃঙলার কাজে সকলে ঝাঁপিয়ে পড়ে। এলাকার লোকজন অভিযোগ করেন কাপ্তাই ফায়ার সার্ভিস কার্যক্রম ছিল একেবারে ঢিলেঢালা, যন্ত্রপাতি ভাঙা, ঠিক সময় পানি সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তাদের ওপার এলাকার লোকজন অসন্তোষ প্রকাশ করে। অনেকে বলে নেভির ফায়ার সার্ভিস না হলে পাশের সকল ঘর পুড়ে ছাই হয়ে যেত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ