রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : তালতলী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। গত রোববার বরগুনার তালতলী উপজেলার ৭টি ইউনিয়নের ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১টিতে মামলার কারণে এবং অন্যটি মেয়াদ পূর্ণ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫টি ইউনিয়নের ৪টিতে আ.লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেনÑ পচাকোড়ালিয়া ইউনিয়নে নজির হোসেন কালু পাটোয়ারী, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বিএনপি প্রার্থী মোঃ নান্নু খান। ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোসাঃ শেফালী আক্তার। বড়বগী ইউনিয়নে মোঃ আলমগীর মিয়া। নিশানবাড়িয়া ইউনিয়নে মোঃ দুলাল ফরাজী, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ জালাল প্যাদা এবং কড়ইবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন আকন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। নির্বাচন চলাকালে ছোটবগী ইউনিয়নের বিএনপি প্রার্থী অভিযোগ করেন, চরপাড়া ভোট কেন্দ্রে তার এজেন্টকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি নৌকা প্রার্থীর লোকজন। তিনি আরো জানান, জাকিরতবক ভোট কেন্দ্রে যাবার সময় প্রার্থীর স্বামী বিএনপির সাবেক সভাপতি আক্কাস মৃধাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং এজেন্টদের একটি রুমে আটকিয়ে রাখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।