রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে গত রোববার দিনব্যাপী উপজেলা ও পৌর বিএনপির ত্রিবাষিক কাউন্সিল স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ এজেডএম রেজওয়ানুল হক। উপজেলা ও পৌর বিএপির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে শুধুমাত্র উপজেলা বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতির কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী নেই। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীর মধ্যে আছেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, মোজাফ্ফর হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী ও জুলফিকার হেসেন। একইভাবে পৌর বিএপির সভাপতি পদে সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান সরকার ও শাহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে আসলাম সরকার ও নুরুল্লা নুরল, সাংগঠনিক সম্পাদক পদে, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, মিজানুর রহমান ও সাহাবুর ইসলাম। এদিকে একাধিক প্রার্থীর মাঝে জেলা নেতৃবৃন্দ কোন সমঝোতা করতে না পেরে কমিটির ঘোষণা না দিয়েই ফুলবাড়ী ত্যাগ করায় নেতৃমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।