Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ী বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে গত রোববার দিনব্যাপী উপজেলা ও পৌর বিএনপির ত্রিবাষিক কাউন্সিল স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ এজেডএম রেজওয়ানুল হক। উপজেলা ও পৌর বিএপির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে শুধুমাত্র উপজেলা বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতির কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী নেই। এছাড়া উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীর মধ্যে আছেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, মোজাফ্ফর হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী ও জুলফিকার হেসেন। একইভাবে পৌর বিএপির সভাপতি পদে সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান সরকার ও শাহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক পদে আসলাম সরকার ও নুরুল্লা নুরল, সাংগঠনিক সম্পাদক পদে, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, মিজানুর রহমান ও সাহাবুর ইসলাম। এদিকে একাধিক প্রার্থীর মাঝে জেলা নেতৃবৃন্দ কোন সমঝোতা করতে না পেরে কমিটির ঘোষণা না দিয়েই ফুলবাড়ী ত্যাগ করায় নেতৃমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ