রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থী বাদল তালুকদারের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেয়ায় পূর্ব এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহাদাৎ আকনের বাড়িসহ ৭টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রেহেনা বেগমের সমর্থকরা। গতকাল সোমবার সকালে এঘটনা ঘটে এবং এসময় ফেরদাউসি (কালু) বেগম (৫৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উক্ত গ্রামে পুলিশ মোতায়ন করা হয়। জানা গেছে, পূর্ব এনায়েত নগর ইউপি নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী বাদল তালুকদারকে ২৪৭ ভোটের ব্যবধানে আনারস প্রতিক নিয়ে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী রেহেনা বেগম। কিন্তু নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্ব আলীপুর গ্রামে পূর্ব এনায়েত নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহাদাৎ আকন, মালেক আকন, মোসারফ আকন, মোকসেদ আকন, লিজা বেপারীসহ নৌকা প্রতিকের সমর্থক ৭ জনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।