Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে রেলের সম্পদ প্রভাবশালীদের দখলে

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রেলওয়ের শহর রাজবাড়ী, রেলকে কেন্দ্র করে রাজবাড়ী শহরে গড়ে উঠেছিল অনেক স্থাপনা। এক সময় রাজবাড়ীতে রেল বিভাগ যেমন ছিল উজ্জ্বল ঠিক তেমনি রেলের শব্দে আর কুলির হাঁক-ডাকে ঘুম ভাঙতো রাজবাড়ীবাসীর। কালের বিবর্তে আর প্রভাবশালীদের দখলের কারণে হারিয়ে যাচ্ছে সেই রেল বিভাগের সুদিন। রাজবাড়ী রেলওয়ে বিভাগের ১৫ নং কাচারীর ফিল্ড কানুনগো মো. আজমল হোসেন বলেন, রাজবাড়ী জেলায় রেলওয়ে বিভাগের ১৭০২.৯৪ একর জমি রয়েছে, যার মধ্যে রেলওয়ে বিভাগের তত্ত¡াবধানে রয়েছে ১০৩০.৬৩ একর জমি। ২২৪ জন গ্রাহকের বিপরীতে বাণিজ্যিক লাইসেন্সকৃত জমির পরিমাণ ৩.২৫ একর, অপরদিকে ৫২৭ জন গ্রাহকের বিপরীতে কৃষি লাইসেন্সকৃত জমি ৩৩৩.৩৮ একর, জলাশয়ের পরিমাণ ৪১.০৯ একর, জেলা প্রশাসক কর্তৃক ব্যবহৃত জমির পরিমাণ ৫.৬১ একর, নদীগর্ভে রয়েছে ৯০.৬২ একর, বাকি ৯৩.৪১ একর জমিতে রয়েছে অবৈধ দখল। অনেক আগে থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে পত্র প্রেরণ করা হলেও কোনোভাবে ওই জমি দখলমুক্ত করা যাচ্ছে না। এব্যাপারে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে বার বার পত্রের মাধ্যমে জানানো হয়েছে। অপরদিকে রাজবাড়ীর রেলওয়ে বিভাগের এইএন সহকারী প্রকৌশলী মো. সুলতান আলী বলেন, রাজবাড়ীতে কর্মরত রেলওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত যে বাসস্থান রয়েছে দীর্ঘদিন যাবৎ সেই বাসস্থানের একটি বড় অংশ রয়েছে অবৈধ প্রভাবশালীদের দখলে কোনোভাবেই তাদের সরানো সম্ভব হচ্ছে না। রাজবাড়ী জেলায় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাসস্থানের সংখ্যা মোট ৪৩০টি, এর মধ্যে বৈধ বাসস্থান হচ্ছে ১০৯টি, অকোজোভাবে পড়ে আছে ২৬১টি, আর অবৈধ দখলে রয়েছে ৫৮টি। ওই অবৈধভাবে দখলকৃত দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ ও অপসারণ করার ব্যাপারে রেলওয়ে বিভাগের ঊর্ধŸতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হয়েছে, সেইসাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পত্র প্রেরণ করা হয়েছে। তারপরও কোনোভাবে অবৈধ দখলদারদের সরানো সম্ভব হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ