রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার নদীর নাব্য হারিয়ে নালায় পরিণত হওয়ায় পারাপারে এখন নৌকার স্থলে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কড়ালগ্রাসী তিস্তা কালের চক্রে নাব্য হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় ধু-ধু বালুচর জেগে উঠেছে। এছাড়া নদীর গতিপথ পরিবর্তন হয়ে ছোট ছোট খাল ও নালার সৃষ্টি হয়েছে। বর্ষাকাল পার হতে না হতেই তিস্তা নদীর পানি কমে যাওয়ায় কোথাও হাঁটুপানি কোথাও কোমর পানি বিরাজ করছে। তাই নৌকা চালানো সম্ভব হয় না। এজন্য এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন দুই পাড়ের লোকজন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষজন পায়ে হেঁটে পারাপার হচ্ছেন। অনেক জায়গায় স্থানীয়ভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন তারা। কথা হয়, তিস্তা পাড়ের বাসিন্দা হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদ আলীর সঙ্গে। তিনি জানান, তিস্তা নদী মরাকালে পরিণত হওয়ায় নৌচলাচল বন্ধ হয়ে গেছে। নৌচলাচল বন্ধ হওয়ায় অনেক নৌশ্রমিক বেকার হয়ে পড়েছেন। তিনি আরো জানান, তিস্তা নদী খনন বা ড্রেজিং করা দরকার। তা নাহলে এক সময় নদীর চিহ্নই থাকবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।