Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় পিকআপ ভ্যানচাপায় স্কুলছাত্রী নিহত

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ২:০৬ পিএম

যশোরের শার্শা উপজেলায় মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় নাভারণ-সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী শার্শার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা গ্রামের মোস্তাক গাজীর মেয়ে ও সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি পাশ্ববর্তী গ্রামে তার না‍নির বাড়ি থেকে ফিরছিলো। রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে নাভরণ বাজারের উদ্দেশ্যে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপসহ চালক পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ