বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনে বাঘের আক্রমণে রুহুল আমিন শেখ নামে এক মৌয়াল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ভাই হোসেন শেখ।
আজ সোমবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর ডিঙ্গি এলাকা থেকে হতাহতদের উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। এর আগে রোববার ভোরে বাঘের আক্রমণে হতাহত হন তারা।
নিহত রুহুল আমিন ও হোসেন জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মালেক শেখের ছেলে।
গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রোববার দুই ভাই বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যান। রোববার ভোরে রুহুল আমিন শেখকে বাঘে ধরে নিয়ে যায় সুন্দরবনের গহীনে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে হোসেনও বাঘের আক্রমণের শিকার হন। পরে অন্য মৌয়াল ও জেলেদের সহায়তায় বনবিভাগের কর্মীরা রুহুল আমিনের লাশ ও আহত হোসেনকে উদ্ধার করতে সক্ষম হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি এসব তথ্য জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।