Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সেই বিন্নিধানের খই এখন আর চোখে পড়ে না

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আমার বাড়ি যাইও বন্ধু, বসতে দেব পিঁড়ে, জলপান যে করতে দেব শালিধানের চিড়ে। শালিধানের চিড়ে দেব বিন্নিধানের খই, বাড়ির পাশে কবরী কলা গামছা বাধাঁ দই......।
পল্লীকবি জসিম উদ্দিন তাঁর কবিতার মাধ্যমে চিড়ে, দই এবং কবরী কলা দিয়ে বিন্নিধানের খই খেতে নিমন্ত্রন দিয়েছিলেন। কিন্তু সেই বিন্নিধানের খই এখন আর খুব একটা চোখে পড়ে না। বিন্নিধানের চাষতো প্রায় উঠে গেছে। হাট-বাজারেও সেই খই এখন সচরাচর পাওয়া যায় না। কিন্তু বিন্নিধানের খৈয়ের কদর এখনও গ্রামাঞ্চলে রয়েছে। তাই প্রতি বছর বৈশাখ মাসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গ্রামাঞ্চলে অনুষ্ঠিত বৈশাখী মেলায় খইয়ের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। গতকাল রোববার উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত বৈশাখী মেলাও বিন্নিধানের খইয়ের দোকান বসে। তবে অন্য ধানের খইয়ের চেয়ে বিন্নিধানের খৈয়ের দাম যেন আকাশচুম্বী। এবার মেলায় প্রতি কেজি বিন্নিধানের খই বিক্রি হয়েছে ২০০ টাকায়। এতে অনেকেই খই না কিনে ভ্রুকুচকে বাড়ি ফিরে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেই

১৬ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ