Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে ফের ধরাপড়ল বিরল প্রজাতির ক্যাটফিশ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে : কাপ্তাই কর্ণফুলী নদীতে আবারও জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক ক্যাটফিশ। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট এলাকায় কর্ণফুলী নদীতে জেলের দল রাতে মাছ ধরার জন্য গেলে মফিজ নামের এক জেলের ভাঁসাজালে উক্ত সামুদ্রিক প্রজাতির মাছটি জেলেদের জালে ধরা পড়ে। (রোববার) সকালে মাছটি প্রজেক্ট পুরাতন বাজারে আনা হলে এলাকার সর্বস্থরের লোকজন মাছটিকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এটি একটি সামুদ্রিক প্রজাতির বিরল মাছ। যা জোয়ার-ভাটার মধ্যে হঠ্যাৎ করে নদীতে ডুকে পড়ে। মৎস্য কর্মকর্তা সূত্রে জানাযায় আটক মাছটির দৈঘ্য দেড় ফুট এবং ওজন দেড় কেজি। সম্পুর্ণ শরীরে কাটা আশযুক্ত স্বর্ণালী রঙের। এটি খাওয়ার কোন উপযোগী নয় বলে জানাযায়। মাছটি দেখার জন্য কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মহিলা এমপির প্রতিনিধি ইব্রাহিম খলিল, বিউবো সিবিএ নেতা আব্দুল ওহাবসহ বিভিন্ন লোকজন ছুটে আসে। ইউপি চেয়ারম্যান প্রকৌ. আব্দুল লতিফ বলেন,আমি এর পূর্বে কখনও এ প্রজাতির মাছ দেখি নেই। বা এর নামকি তাও জানিনা। এ মাছ সম্পর্কে কেউ বলে ক্যাটফিশ, আবার অনেকে বলে শাকার মাউথ বলে উল্লেখ করেন। চেয়ারম্যান খুশি হয়ে জেলেকে দুইশত টাকা পুরস্কার প্রদান করেন। পড়ে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপ-ব্যবস্থাপক উপকেন্দ্র প্রধান মো. শামসুজামানকে খবর দিলে তিনি মাছটি যতœ করে রাখে এবং তিনিও বলেন, আমি এ ধরনের মাছ এ প্রথম দেখলাম। তিনিও সঠিক করে মাছটির নাম বলতে পারেননি। পড়ে রাঙ্গামাটি জেলা মৎস্য গবেষণা কেন্দ্র সংরক্ষণের জন্য সকালে এ বিরল প্রজাতির মাছটি পাঠিয়ে দেওয়া হয়। মৎস্য মার্কেটিং কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আমিও এ মাছটি প্রথমে দেখলাম। উল্লেখ গত বছর ২১জুলাই এ ধরনের আরো একটি মাছ কর্ণফুলী নদীতে জেলেদের হাতে ধরা পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ