Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণের পাশাপাশি যুগোপযোগী দক্ষ মানবসম্পদকে মানবশক্তিতে পরিণত করার লক্ষ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ৩য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়েছে। গত রবি ও সোম এই দুদিন গাজীপুরের চন্দ্রাস্থ লিবার্টি ও ডিভাইন গ্রæপ পরিদর্শনের মধ্যদিয়ে এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়। ক্যাম্পাস থেকে গাড়ি যোগে সকাল ৮ ঘটিকায় যাত্রা শুরু করে বেলা ১০টায় ইন্ডাস্ট্রিতে পৌঁছায়। সেখানে প্রায় চার ঘণ্টা বিভিন্ন কার্যক্রম ও মেশিনারিজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার বিবরণ দেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিটেকের সহযোগী অধ্যাপক আবদুল মজিদ। এ সময় লেকচারার সেলিম রেজা ও প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বিভিন্ন আধুনিক মেশিন পরিচিতি, অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি বিশ্ববাজারে গার্মেন্ট শিল্পের চাহিদা ও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। উল্লে­খ্য, পাঠ্য কোর্সের অংশ হিসেবে ক্যাম্পাসের পক্ষ থেকে প্রতি বছরই দেশের নামিদামি শিল্প-কারখনায় এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করা হয়; যা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষালাভের পাশাপাশি এর বাস্তব প্রয়োগের সাথে পরিচিত হওয়ার বিশাল সুযোগ করে দেয়। ষ রেদোয়ান হোসেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ