রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : নান্দাইল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার অঙ্গীকার নিয়ে নান্দাইল ঘাসফুল শিশুফোরামের সদস্যারা বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। গত শনিবার উপজেলার গোরস্থান বাজার নামক এলাকায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফরিদা (১৪) পিতাঃ আব্দুল হেলিম এর বাল্য বিবাহ ভেঙ্গে দেয়। ওই সংগঠনের সদস্যারা গতকাল রবিবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মনোয়ারা (১২) পিতাঃ আব্দুস ছালাম এর বাল্যবিবাহ ভেঙ্গে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। বাল্যবিবাহের খবর পেয়ে ওই ফোরামের ৮ সদস্যার একটি দল নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের শরণাপন্ন হলে, তিনি তাৎক্ষণিক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে ফোরামের সদস্যাদের সাথে প্রয়োজনীয় ফোর্স দিয়ে সহযোগিতা চান। অফিসার ইনচার্জ ফোরামের সদস্যাদের সাথে ফোর্স পাঠিয়ে মেয়ের বাবা মাকে থানায় নিয়ে এনে এই মর্মে অঙ্গীকার নামা রাখেন যে, তার মেয়ের পূর্ণ বয়স্কা না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না। পরে বাল্যবিবাহ দু’টি বন্ধ হয়ে যায়। ঘাসফুল শিশু ফোরামের নেত্রী নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানজিদা ইসলাম ছোঁয়ার নেতৃত্বে ফোরামের সদস্যা জেবুন্নেছা খানম, লিজু আক্তার, জান্নাতুল ইসলাম, খাদিজা আক্তার, তন্নী, জিগনী ও ছুমাইয়া আক্তার বাল্য বিবাহ প্রতিরোধে অংশ গ্রহণ করে। নান্দাইল উপজেলা প্রশাসন বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখার জন্য ঘাসফুল শিশু ফোরামের সদস্যাদের অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।