Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : কর্ণফুলী নদীতে গত শনিবার কর্ণফুলী সোসাইটির উদ্যোগে সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সাম্পান বাইচ প্রতিযোগিতাকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে। নদীর দু’তীরে অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিকাল ৫টায় সাম্পান বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে কাসেম মাঝির নেতৃত্বে নুর মদিনা সাম্পান মাঝির দল প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে বড় ঘাট সাম্পান সমিতির মোহাম্মদ হারুন মাঝির দল এবং তৃতীয় স্থান লাভ করে বার আউলিয়া ক্রীড়া সংস্থার সাইর মাঝির দল। এ উপলক্ষে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক রোকেয়া পারভীন, বিশেষ অতিথি ছিলেন সিএমপির বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল হাসান, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক চৌধুরী। শিকলবাহ সমাজ উন্নয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো: ইমতিয়াজ উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন কর্ণফুলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদুর রহমান শাহেদ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ