রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা : আদালতে বিচারাধীন ফসলি জমিতে প্রতিপক্ষ জোর করে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারে উপজেলার জমিনপুর গ্রামের আনসার আলী ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দাখিল কওে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়েছে বলে জানা গেছে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, জয়পুরহাট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন (মামলা নম্বর-১১০/১৭) আছে; যা এখনো নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় বাদীর ফসল নষ্ট করে, জমি দখল নেয়ার জন্য বেআইনীভাবে নালিশি জমিতে উপজেলার চেচুরিয়া গ্রামের ওয়ারেছ মাস্টার এবং জমিনপুর গ্রামের আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান ও একাব্বর আলী জোর করে পুকুর খনন শুরু করেছে। পুকুরটির খনন কাজ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আনসার আলী জানান, তারা গরীব লোক। অল্প জমি চাষাবাদ করে কোন রকমে সংসার চলে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। তা সত্তে¡ও প্রভাবশালী বিবাদীরা ওই জমি দখল নেয়ার জন্য জোর পূর্বক খনন করে পুকুর দেয়া হচ্ছে। তিনি এর সুবিচার কামনা করেন। তবে ওয়ারেছ মাস্টার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন বলেন, কোন মামলা আদালতে বিচারাধীন থাকলে সে বিষয়ে আমাদের করণীয় কিছু থাকে না; আদলতই সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। তবে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোন ঘটনা থাকলে, পুলিশ প্রশাসনের সহযোগীতা নেয়া যেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।