Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ৫:২১ পিএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নূর-নবী (২৯) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নূর-নবী কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতী গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী বাধন পাটোয়ারী জানান, রবিবার দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় একটি ট্রাক্টরের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মাথায় প্রচণ্ডভাবে আঘাত পায়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ড. আকলিমা খাতুন জানান, মাথায় প্রচণ্ড আঘাতের কারণে প্রচুর রক্ত ক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তবে এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ