Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ৪:৪৫ পিএম

ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাযিল স্নাতক পরীক্ষা-২০১৫ এর ফল প্রকাশিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টায় ভিসির কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু আনুষ্ঠানিক ভাবে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।

এবছর ফাযিল পরীক্ষায় পাশের হার ৯৪.৬৫ শতাংশ।

জানা যায়, গত ৩০ অক্টোবর ফাযিল স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা শেষ হয়। সারাদেশের ২৯০ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বর্ষ মিলে এবছর পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৩২ হাজার ৪৮১ জন। এর মধ্যে মোট পাশ করেছে ১ লক্ষ ২৭ হাজার ৪৭১ জন। মোট পাশের হার ছিল ৯৪.৬৫ শতাংশ। পাশের হারের দিকে মেয়েরা তিন বর্ষেই এগিয়ে আছে। রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।



 

Show all comments
  • ১৬ এপ্রিল, ২০১৭, ৫:০১ পিএম says : 0
    মোবাইল এর মাধ্যমে কি ভাবে আমার ফাযিলের রেজাল্ট যানতে পারব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ