Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১:০২ পিএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে তিনজন প্রাইভেট কারের যাত্রী ও অপর জন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে, তারা হলেন- আবুল মিয়া ও বিল্লাল মিয়া। নিহত নারী ও অপর একজনের নাম জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ফরিদ মিয়া জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার পাঁচজন যাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেট কারযোগে সিলেটের শাহজালাল মাজারে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের এক নারী যাত্রী মারা যান।

পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরো ৯ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরো তিনজন। বাকি ছয়জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ