Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসার জমি দখলের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সানাউল্লার বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে। দিয়াড় মানিকচক মাদরাসার সভাপতি নজরুল ইসলাম এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, দিয়াড় মানিকচকের ৩৯ শতক জমি রয়েছে। এর মধ্যে মাদরাসার পেছনে ১৬ শতক ও সামনের ০৬ শতক খাসজমি ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ এবং তার ভাই আবদুস সামাদ দখল করে নিয়ে চাষাবাদ করছেন। দখলের কারণে মাদরাসার শিক্ষার্থীদের পেছনে ও সামনে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা মাদ্ররাসা থেকে ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছে বলে মাদরাসার সভাপতি জানান। এতে করে মাদরাসাটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, অভিযোগটি পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই ব্যবস্থা নেয়া হবে। জমি দখলের বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, মাদরাসায় তাদের জমি দান করা ছিল। যেহেতু মাদরাসার কাজে লাগে না এই জন্য জমিটি তাদের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দিয়াড় মানিক চক মাদরাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ শতাধিক। ৩নং ওয়ার্ড সদস্য জোহরুল ইসলাম বলেন, সানাউল্লাহর বাবা মৃত্যু সাজুরুদ্দিন ওই প্রতিষ্ঠানে ৩ বিঘা জমি দান করেন কিন্তু চেয়ারম্যান মাদরাসার সভাপতি থাকা অবস্থায় গোপনে তার ভাই সামেদের নামে ১ বিঘা জমি লিখে দেন এবং মাদরাসার দখলীয় খাসজমি সানাউল্লাহ নিজ নামে বন্দোবস্ত করেন। দানকৃত জমি চেয়ারম্যানের বাবার নামে রেকর্ড না থাকায় বিপদে পড়েন মাদরাসা কমিটি। তারা মাদরাসা কমিটিকে জমি বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠানের জমি দখল করছেন। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশাঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগী ও সচেতন মহল মাদরাসার জমি অবৈধ দখলমুক্ত করতে মাননীয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ