রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গৌরীপুর পৌর ভ‚মি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মরিয়ম বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা ভ‚মি আইনের বিভিন্ন বিধিনিষেধ না মেনে তার ইচ্ছেমতো এক দাগের জায়গা অন্যের নামে নাম-খারিজ, জমি না থাকলেও অন্যকে অর্থনৈতিক সুবিধা নিয়ে দাখিলা (খাজনা পরিশোধ করে) প্রদান করছেন। যার দরুন অত্র ভ‚মি অফিসে এসব বিষয়ে দেন-দরবারসহ ভুক্তভোগীদের সাথে প্রতিদিন কথা কাটাকাটি হচ্ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, গোলকপুর মৌজার ১০ নম্বর হাল দাগ ও ৫৮ নম্বর খতিয়ানে ০.২০ একর অর্পিত ‘ক’ তফসিল গেজেট তালিকাভুক্ত ভ‚মি রয়েছে। তিনি বিগত ২০১৬ ইং সালের ৭ জুলাই ব্যক্তির নামে ভ‚মি উন্নয়ন কর আদায় করে দাখিলা প্রদান করেন। তাতে অর্পিত ‘ক’ তফসিল গেজেট তালিকাভুক্ত ভ‚মি সরকারি নিয়ন্ত্রণাধীন থাকার পরও ভ‚মি বেহাত হয়ে পড়েছে। অন্য আরেকটি সূত্র থেকে পাওয়া পৌর শহরের গৌরীপুর মৌজার দাগ নং-২০৪৫, এসএ খতিয়ান ৩৮৩, জমির পরিমাণ ০.১০ একর মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দখলকৃত ভ‚মি। সেই ভ‚মি ২০১৭ ইং সালের ৬ ফেব্রæয়ারি ব্যক্তি নামে কর আদায় করায় এলাকাবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাছাড়াও ভ‚মির দাখিলা কেটে আদায়কৃত অর্থ ওয়াশিল দেননি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের দখলীয় ভ‚মি ব্যক্তির নামে দাখিলা প্রদান করায় বিদ্যালয়ের ভ‚মি বেহাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, গৌরীপুর মৌজার ২৮৪৭ নম্বর দাগে ০.২০ একর ভ‚মি খারিজ মূলে অন্যত্র স্থানান্তর হওয়া এ হোল্ডিং শূন্য হয়ে পড়ে। হোল্ডিং শূন্য থাকা সত্তে¡ও তিনি ২০১৭ ইং সালের ২৪ জানুয়ারি ব্যক্তির নামে শূন্য হোল্ডিং থেকে ভ‚মির কর আদায় করে ওয়াশিল না দিয়ে ভ‚মি আইন ভঙ্গ করেন। অন্য একটি সূত্র জানিয়েছেন, মরিয়ম আক্তার এর পূর্বে ভ‚মি অফিসের কর্মসহায়ক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ভ‚মি উপ-সহকারী পদায়ন পেয়ে উপজেলার সিধলা ইউনিয়ন ভ‚মি অফিসে কর্মরত ছিলেন। সেখানে জনগণের নিকট থেকে নাম খারিজ, ভ‚মি উন্নয়ন কর বেশি আদায়সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হন। এরপর সেখান থেকে গৌরীপুর পৌর ভ‚মি অফিসে বদলি হয়ে আসার পর থেকে জনসাধারণকে বিভিন্ন বিষয়ে জিম্মি করে প্রয়োজনের অতিরিক্ত টাকা আদায় করার অজস্র অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা মরিয়ম বেগম জানান, মানুষমাত্র ভুল হয়। আমারও ভুল হয়েছে। বিষয়টি তিনি বুঝতে পারেননি। এ বিষয়ে উপজেলা সহকারী কর্মকর্তা (ভ‚মি) মাহমুদা সুলতানা জানান, কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।