রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ঘাট এলাকায় ভাসমান ট্রলার থেকে এক বৃদ্ধের (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, নড়াইলের ভদ্রবিলা এলাকায় চিত্রা নদীতে চালকবিহীন ট্রলারটি দীর্ঘক্ষণ ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। সদর থানার ওসি দেলোয়োর হোসেন জানান, ট্রলারের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চাঁনপুর গ্রামে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। কী কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তা এখনো পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানান, তার নাম মোসলেম (৬০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।