রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরে ছনিয়া আক্তার (২২) নামে সন্তানের জননীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আকতার আলী মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে গেছে। নিহত ছনিয়ার বাবা ফারুক হোসেন অভিযোগ করে জানান, শুক্রবার গভীর রাতে ছনিয়াকে মারধর করে তার স্বামী সুমন মৃধা ও তাদের লোকজন মিলে ছনিয়াকে মারধর করার একপর্যায়ে তার মৃত হয়। পরে ঘরের পিছনের নতুন পাকের ঘরের চৌকাঠের সাথে ওড়না লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়। যেখানে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেখানে পায়ের নিচেই চৌকাঠ এবং হাতের কাছেই খুটি রয়েছে। ছনিয়ার স্বজনরা জানান, ৪ বছর আগে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আকতার আলী মৃধার ছেলে সুমন মৃধার সাথে ছনিয়ার বিয়ে হয়। ১১ মাস বয়সের ১টি কন্যা সন্তানও আছে তাদের। বিদেশে যাওয়ার জন্য ছনিয়ার পরিবারে কাছে সুমন ২ লাখ টাকা দাবি করে আসছিলো। এ নিয়ে ছনিয়ার স্বামী, শাশুড়ি ও ননদের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ হত ছনিয়ার। উভয় পক্ষ মিলে স্থানীয়দের সহায়তায় আবার মিমাংশাও হয়েছে অনেক বার। শেষবার ঝগড়া-বিবাদ হলে ছনিয়া বাপের বাড়ি উত্তমপুরে চলে আসে। গত তিন দিন আগে সুমন ছনিয়াকে বাড়ি থেকে নিয়ে যায়। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনই বলা যাচ্ছে না, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।