রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমিনুল হক, মিরসরাই (চট্টগ্রাম) থেকে : মিরসরাই উপজেলার মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মধ্যবর্তী এলাকার বানাতলি গ্রামের জলদাস পাড়ার এই সাঁকো হয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছে বিকল্পহীন এই সাঁকো দিয়ে। অথচ এই সাঁকো দিয়ে শিশু-কিশোরসহ এলাকার সর্বসাধারণ কৃষিপণ্য মালামাল নিয়ে দুর্ভোগ সয়েই যাতায়াত করছে বছরের পর বছর। উন্নয়নের মহাসড়কের এই সময়ে গ্রামীণ জনপদেও নেই কোথাও সাঁকো দিয়ে দুর্গম পারাপার। কিন্তু মিঠানালা ইউনিয়নের বানাতলি খালের উপরস্থ এই সাঁকো দিয়ে তিনঘরিয়াটোলা, মলিয়াইশ, গজারিয়াসহ অনেক এলাকার মানুষ অনেক কষ্ট সয়ে পারাপার হয়ে সারছে সকল কাজ। শত শত একর জমির ফলন সংগ্রহসহ নিত্যপ্রয়োজনীয় কাজে এই সাঁকো বিকল্পহীন। মলিয়াইশ গ্রামের সংগঠক হাসান সাইফউদ্দিন জানানÑ জেলে, কৃষকসহ সাধারণ মানুষ এই সাঁকোটি দিয়ে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে এর অবসান হলে সাঁকোর অপরপ্রান্তে জনবসতিপূর্ণ জনপদ গড়ে উঠারও বহুমুখী সম্ভাবনা রয়েছে। গ্রামের সাবেক মেম্বার ফজলুল হক মেম্বার বলেন, আমাদের প্রাণের দাবি এই সাঁকোটির স্থানে এই ব্রিজ নির্মাণ যা এলাকাবাসীর যুগ যুগ ধরে পোহানো দুর্ভোগের অবসান হবে। মলিয়াইশ গ্রামের প্রবীণ কৃষক কোব্বাদ আহমদ বলেন, জেলে কৃষকসহ চরাঞ্চলের সকলের প্রয়োজনীয় কাজ বর্ষায় বিচ্ছিন্নই থাকতে হয় সাঁকোটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তখন। তিনি বলেন আমাদের সাংসদ ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে আমাদের দাবি, এই সাঁকোটি ব্রিজে রূপান্তর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।