বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব অনলাইন ডেস্ক : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বোমা (এমওএবি) নিক্ষেপে ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ জন যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া তাদের ঘাঁটিও ধ্বংস হয়ে গেছে। শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ হাজার ৮শ’ কেজি ওজনের এই বোমাটি পাকিস্তান সীমান্তবর্তী নানগড়হর প্রদেশের অচিন জেলায় আইএসের ঘাঁটিতে ফেলা হয়। জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব বা এমওএবি নামের এই বোমাটি ‘সব বোমার জননী’ হিসেবে পরিচিত। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। তবে এ পর্যন্ত কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি। এটি লম্বায় ৩০ ফুটেরও বেশি। মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড পরিচালিত এমসি-১৩০ বিমান থেকে এটি ফেলা হয়েছে।
অচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি জানিয়েছেন, জেলার মোমান্দ দারা এলাকাটি বোমাটি পড়েছে।
তিনি বলেন, ‘আমার দেখা সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল এটি। আগুনের উঁচু শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।’
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেছেন, ‘হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি এবং কেবল প্রদেশের অন্য প্রান্তে হামলা চালাতে দায়েশ (আইএস) যে ঘাঁটি ব্যবহার করতো কেবল সেই ঘাঁটিটি ধ্বংস হয়েছে।’
বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাট রায়দার বলেন, জিবিইউ-৪৩ /বি বড় ধরনের নন নিউক্লিয়ার বোমা। এর আগে এ ধরনের বোমা ব্যবহার করা হয়নি।
আচিনের গভর্নর ইসমাইল সিনওয়ারি বলেন, মোমান্দ দারা এলাকায় বোমাটি বিস্ফোরণটি হয়েছিল। তিনি বলেন, এত বড় বিস্ফোরণ তিনি এর আগে দেখেননি। পুরো এলাকা বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে যায়।
আফগান সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বোমা বিস্ফোরণের সময় মনে হয় যেন ভূমিকম্প হচ্ছিল। বিস্ফোরণের পর অনেকে অজ্ঞান হয়ে পড়েন। ভয়ে লোকজন এলাকা ছেড়ে চলে যেতে থাকে।
পাকিস্তানের সীমান্তবর্তী নানগরহার আইএস জঙ্গিদের অন্যতম ঘাঁটি। গত বছরের আগস্ট থেকে এই এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।