Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট জিততে বাংলাদেশের টার্গেট ১৯১

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ৪:১৮ পিএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : অবশেষে শেষ হলো শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। সাকিব আল হাসান তার ঘূর্ণিবলের জাদুতে শেষ পেরেকটা ঠুকে দিলেন। ৩১৯ রানে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হলো। মুশফিকদের টার্গেট ছিল ২০০ রানের মধ্যে স্বাগতিকদের টার্গেট বেঁধে ফেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৯১ রান। পঞ্চম দিন সকালে একটু আক্রমণাত্মক খেলা খেলে রান তোলার চেষ্টা করছিলেন লঙ্কান টেইলএন্ডাররা। তাতে অনেকটা সফলও হয় তারা। ৫০ রান করে রান আউটের শিকার হন দিলরুয়ান পেরেরা। এরপর ৪২ রান করা লাকমলকে মোসাদ্দেকের তালুবন্দি করে লেজ ছেঁটে দেন সাকিব।

পঞ্চম দিনের শুরুতেই একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মুস্তাফিজের কাটারে পুরোপুরি বিভ্রান্ত হয়েছিলেন গতকালের শেষ বলের আলোচিত ব্যাটসম্যান লাকমল। ব্যাটে লেগে বল উঠল ওপরে। কিন্তু আশপাশে নেই ফিল্ডার। বোলার ছুটে গিয়ে চেষ্টা করলেন, আসার চেষ্টা করলেন স্লিপ ফিল্ডার। কিন্তু অতটা দ্রুত বলের কাছে যেতে পারলেন না কেউ। বেঁচে গিয়ে পরের দুই বলে দুই চার হাঁকান তিনি।

এর আগে ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৪টি এবং মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট নেন। বিদেশের মাটিতে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

বাংলাদেশি বোলারদের মধ্যে দুর্দান্ত ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। দু’জনেই তিনটি করে উইকেট তুলে নিয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ধস নামাতে সাহায্য করেন। মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

এর আগে স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৩৩৮ রান করতে সমর্থ হয়। জবাবে টাইগাররা দাপট দেখিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে। সাকিব আল হাসানের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৪৬৭ রান করে হাতুরুসিংহের শিষ্যরা। ম্যাচে পায় ১২৯ রানের লিড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ