বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন কুপিয়ে জখম করেছে স্বামী এমাদুল হককে। এ ঘটনায় আহত এমাদুল(৩২) বাদি হয়ে শ্বশুর, স্ত্রী, শাশুড়ি ও শালীকে আসামি করে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত হাসেম হাওলাদের ছেলে এমাদুল হকের সাথে দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে মাহফুজা বেগমের (২৮) সাথে সাত মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্ত্রীর কথা অনুযায়ী দুর্গাপুর গ্রামে শ্বশুর বাড়িতে এমাদুল বসবাস শুরু করে। এর কিছুদিন পরে এমাদুলের স্ত্রী পার্শবর্তী জনৈক মুসা গাজীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্প্রতি এঘটনা এমাদুল শ্বশুর, শাশুড়িকে অবহিত করলে শ্বশুর ফারুক মিয়া, স্ত্রী মাহফুজা বেগম, শাশুড়ি পারুল বেগম ও শালিকা রাবেয়া আক্তার ক্ষিপ্ত হয়ে এমাদুলের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা এমাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত এমাদুল জানান, ঘটনার দিন আমাকে আহত করে আমার জমি ক্রয় করা জন্য জমানো ৮০ হাজার টাকা, মোবাইল ও আংটিসহ প্রায় ১ লাখ ২০ হাজার আত্মসৎ করে। এদিকে আমার স্ত্রী নতুন করে স্থানীয় বড়মাছুয়া গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে মাসুম ফরাজীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ওই বাড়িতেই বর্তমানে বসবাস করছে। আমি আমার স্ত্রী ও আত্মসাৎকৃত টাকা পয়সা ফেরত চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।