Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর ওপর দুটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনার ফলে গজারিয়া থেকে কুমিল্লার গৌরীপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে প্রায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানবাহন চলাচল এই সড়কে বন্ধ থাকে। সাড়ে পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
যানজটের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। যাত্রীদের মধ্যে অনেককে আবার গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এটিএসআই তৌহিদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে মেঘনা-গোমতি সেতুর ওপর দুটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তায় গাড়ি চলাচল না করতে পেরে এই যানজটের সৃষ্টি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ