Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করে প্রতিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী পরিবার

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক পরিবারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা করায় প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী। মামলা সূত্রে জানা যায়, টেপিরবাড়ী গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র মোশাররফ হোসেনের সাথে একই এলাকার মিঞা বক্সের পুত্র হারুন অর রশিদসহ তার কতক সহযোগীরা দীর্ঘদিন যাবত জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল। গত ২৭ মার্চ মোশাররফ তার পৈতৃক ভোগদখলীয় জমিতে কাজ করতে গেলে একই এলাকার প্রতিপক্ষ হারুন অর রশিদ, সোহাগ মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একদল ভাড়াটে কাজে বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগ মিয়া ও তার লোকজন মোশাররফ হোসেন, তার ভাই আনোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে মোশাররফ হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ সোহাগ মিয়া, হারুন অর রশিদ, জামালউদ্দিন, রমজান আলী, খোসরু মিয়াসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মোশাররফ হোসেন জানান, মামলা করার পর থেকে প্রতিপক্ষের লোকদের ভয়ে তিনি ও তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের ভয়ে দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। গত বুধবার দুপুরে টেপিরবাড়ী গ্রাম থেকে পুলিশ মামলার আসামি সোহাগ মিয়ার ম্যানেজার শফিকুল ইসলামকে ইয়াবাসহ আটক করেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, শফিকুল ইসলাম ওই মামলার আসামি না। তাকে অন্য অভিযোগে আটক করা হয়েছে। এব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মামলার আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, তবে আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ