Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ের আশাবাদ আ.লীগ প্রার্থীর সুষ্ঠু ভোটের আশাবাদ স্বতন্ত্র প্রার্থীর

তিতাসের জিয়ারকান্দি ইউপি উপনির্বাচন

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন উপনির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের বাকি মাত্র আর ২ দিন। দুই জাদরেল প্রার্থী আ.লীগের নৌকা প্রতীকের আলহাজ¦ আলী আশরাফ ও স্বতন্ত্র প্রার্থী গেলাম সারোয়ার সরকার (আনারস) প্রতীকের সমর্থক-কর্মীদের নির্ঘুম রাত কাটছে। শেষ মুহূর্তের প্রচারনায় ঘাম ঝরালেন দুই প্রার্থী ও তাদের কর্মীরা। নির্বাচনী এলাকায় মোটর সাইকেলসহ অন্যান্য ভারী-হালকা যানবাহন চলাচলে ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হচ্ছে গোটা নির্বাচনী এলাকা। আজ মধ্যরাতে প্রার্থীদের নির্বাচন প্রচারনা শেষ হচ্ছে। আর শেষ মুহূর্তে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে দুই প্রার্থী আলহাজ¦ আলী আশরাফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার সরকার (অনারস) এবং তাদের সমর্থকরা। নৌকার সমর্থকরা বলছেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং নির্বাচনী প্রচারণাই নৌকার বিজয় এনে দেবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সারোয়ার সরকারের সমর্থকরা বলছেন, সুষ্ঠু ভোট হলে নীরব ভোটে আনারস মার্কা জয়ী হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের উৎসবের পাশাপাশি বিরাজ করছে শঙ্কাও। হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা ও আনারসের মধ্যে। প্রর্থীর ক্লিন ইমেজ, আ.লীগের উন্নয়ন আর এলাকা সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করার শ্লোগান এনে ভোটারদের নজর কেড়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী আলী আশরাফ। দুই প্রার্থীর এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তবে নৌকার প্রার্থী আলী অশরাফ ব্যক্তি ইমেজের কারণে এলাকায় তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ভোটাররা খুসি তারা মূল্যায়িত হচ্ছে। এদিকে প্রথমদিকে ভোটের হিসাবে নৌকার অবস্থান খুবই নাজুক পরিস্থিতি থাকলেও আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়র পর্যায়ের নেতাকর্মীদের বিরামহীন প্রচারনা, ভোটারদের কাছে আ.লীগের উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরাসহ এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রতিশ্রæতি নৌকার বিজয়কে উজ্জ্বল সম্ভাবনার দিকে নিয়ে গেছে। ভোটে অনেক এগিয়ে নৌকার প্রার্থী আলী আশরাফ। তিতাস উপজেলা নির্বাচন আফিসার (দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার) কাজী আবু বক্কর সিদ্দিক ইনকিলাবকে জানান, এলাকার বাসিন্দা কিংবা ভোটার নয় এমন ব্যক্তিদের আজ থেকেই নির্বাচনী এলাকা ছাড়তে হবে। কোন অবস্থাতেই কাউকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার সুযোগ দেয়া হবেনা। এখনো পর্যন্ত এখানকার নির্বাচনী পরিবেশ শান্ত। আমরা ভোটারদের আহŸান জানাচ্ছি মনে কোনো শঙ্কা রেখে নিঃসংকোচে রবিবার ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ