রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : রূপসীর খন্দকার বাড়ি আর বৈশাখী উৎসব যেন এক জনমানুষের মিলন মেলা। বাঙ্গালীর প্রাণের উৎসবে মেতে ওঠার এক ব্যতিক্রম আয়োজনের দেখামেলে রূপগঞ্জের রূপসীতে। পহেলা বৈশাখের দিনটিতে নেতা কর্মী ও স্থানীয় জনসাধারনকে নিয়ে দুমুঠো ভাত না খেলে যেন খন্দকার বাড়ির ঐতিহ্য ¤øান হবে। তাই চৈত্রের শুরুতেই মেহমান দাওয়াতের কাজ আর অনুষ্ঠান পালনের মহাযজ্ঞ আঞ্জাম দিতে পূর্ব থেকেই শ্রমিক নিয়োগ দেয়া হয়। ডেকোরেটশ বুকিং থাকে ৩ মাস পূর্বেই। আর এতে পরিবারের লোকজন সরাসরি দুহাত লাগিয়ে কাজ করেন। ঠিক চৈত্রের শেষ দিনে কারোর চোখেই ঘুম থাকে না। বাড়িতে প্রায় লাখো মানুষের ঢল নামবে, তাই ভোজন প্রেমীদের আপ্যায়নের জন্য বাঙ্গালীর পছন্দের খাবারসহ স্বাভাবিক খাবারের আয়োজন থাকে সবার আগেরাজনৈতিক দ্ব›দ্বভুলে সকল শ্রেণি পেশার লোকজন এ বৈশাখী উৎসবের দাওয়াতপত্র পান। যথারীতি লাখো জনতার আপ্যায়ন সফল ও হয়। এ সফল কর্মযজ্ঞের নির্মাতা রূপগঞ্জের রূপসী গ্রামে জন্ম নেয়া জননেতা তৈমূর আলম খন্দকার। একজন লেখক ও কলামিষ্ট হিসেবেও তার খ্যাতি বেশ। সাবেক বিআরটিসির চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার তার রূপসীর বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও ঘটা করে আয়োজন করেছেন বৈশাখী বরণ অনুষ্ঠান। এতে রূপগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতাকর্মী, সরকারী আমলা, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণ থাকে আশানুরূপ। স্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে এক টেবিলে বিপক্ষের রাজনৈতিক নেতাদের বসারমত সুন্দর পরিবেশও দেখা মেলে এ বাড়িতে। অতীতের ন্যায় নিজ দলীয় নেতাকর্মীর পাশাপাশি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলামদস্তগীর গাজী (বীর প্রতিক), ক্ষমতাসীন আ.লীগ নেতৃবৃন্দ, সরকারী আমলারাও এ বৈশাখী বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অতিথিদের বরণ করতে মুল ফটকে দাড়িয়ে খন্দকারী বাড়ির লোকজন ফুল, পান, মিষ্টি ও শরবত নিয়ে দাঁড়িয়ে থাকেন। তৈমূর আলম খন্দকার নিজেও এ আপ্যায়নে যোগ দেন। খোঁজখবর নেন আগতদের। এ সময় মাইকের মাধ্যমে অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। মেহমান নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় আনসার। এমন নানা কর্মযজ্ঞে ব্যক্তিগত উদ্যোগে দেশের অন্য কোথাও পহেলা বৈশাখ পালন হয় বলে জানা নেই বলে মনে করেন স্থানীয়রা। রূপসী ‘র এ খন্দকার বাড়িটিতে বছরে একবার বৈশাখী পালনের মাধ্যমে স্থানীয়দের এ মিলন মেলা দেখতে বাড়ির পাশে একদিনের জন্য বসে হরেক রকম পসরা সাজিয়ে গ্রামীণ মেলা। এ মেলায় আগত দর্শনার্থীরাও খন্দকার বাড়ির অতিথি হয়ে ভোজন সভায় যোগ দেন। পাশাপাশি স্থানীয় দুস্থদের জন্য রাখা হয় উন্মুক্ত ভোজন পরিবেশ। এ বিষয়ে তৈমূর আলম খন্দকার বলেন, বিগত ৩০ বছর যাবৎ এ খন্দকার বাড়িতে বৈশাখী উৎসব পালন করে আসছি। বৈশাখ বাংলা মাসের প্রথম আর এ মাসের প্রথম দিনে আমার প্রাণপ্রিয় রূপগঞ্জবাসীকে নিয়ে বাড়িতে সময় কাটাই। সাধ্য হলে পুরো রূপগঞ্জের জনগণকে এ ভোজন সভায় দাওয়াত করতাম। তবু যারা উপস্থিত হন তারা আমার অনুষ্ঠানকে সাদুবাদ জানিয়েছেন। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসবের দিন। এ দিনে সকলে মিলে আনন্দ করার মজাই আলাদা। তৃপ্তিও বেশ। এ সময় তিনি দেশবাসীকে বৈশাখী শুভেচ্ছা জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।