Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে কলেজ ছাত্র মারুফ হত্যা, ৫ জনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ৬:০০ পিএম

খুলনা ব্যুরো : যশোরের কেশবপুরের কলেজছাত্র মারুফ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার।
এছাড়া দণ্ডপ্রাপ্ত ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, জমিজমা ও নারী সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকাল ৮ টার দিকে যশোর জেলার কেশবপুর উপজেলার কিসমত শাণতলা এলাকায় দণ্ডপ্রাপ্ত আসামীরা লাঠিসোটা ও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে কলেজ ছাত্র মারুফকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর নিহত মারুফের চাচা রজব আলী বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৪ সালের ১ এপ্রিল কেশবপুর থানার এস আই (উপ পরিদর্শক) মো. নাসির উদ্দীন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
আদালত বিভিন্ন কার্যদিবসে ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
এজাহারভূক্ত অপর দুই আসামী কিশোর হওয়ায় তাদের বিচারকাজ যশোর আদালতে চলছে।
দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে দবির উদ্দীন, মহির উদ্দীন, কহির উদ্দীন ও জহীর উদ্দীন কারাগারে থাকলেও অপর আসামী কবির উদ্দীন পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ