বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : হাতিয়া উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয় । এসময় ২টি বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে চরকিং ইউনিয়নের মুরাদ মেম্বারের বাড়ীসহ দুইটি বাড়ীতে হামলা চালায় সন্ত্রাসীরা । ঘটনার সময় প্রাণ রক্ষায় লোকজন দৌড়ে স্থানীয় ভৈরব বাজার এলাকায় অবস্থান নিলে সন্ত্রাসীরা সেখানে উপস্থিত লোকজনের উপর হামলা চালায় । এসময় বাহার সর্দার (৪৫) কে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা । পরে স্থানীয় লোকজন নদী থেকে বাহার সর্দারের লাশ উদ্ধার করে । অন্যরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর সন্ত্রাসীরা ৬নং ওয়ার্ডের তাহের মেম্বারের বাড়ীতে হামলা চালায় । এসময় স্থানীয় লোকজনের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ বাঁধে। এতে নূরুল আলম (৩০) নামক এক হামলাকারী নিহত হয়। উল্লেখ্য, হাতিয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে নোয়াখালী সদর থেকে দুইজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক ফোর্স হাতিয়ায় প্রেরণ করা হয়। কিন্তু সহিংস কবলিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা না করেই পুলিশ ফোর্স জেলা সদরে ফিরে আসে । ফলে সহিংসতা চরম আকার ধারণ করেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।