Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে ডুবছে হাওর ক্ষতিগ্রস্ত কৃষক

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পানিতে ভাসছে নতুন নতুন হাওর। কৃষক পরিবারে বইছে শোকের বন্যা। থামছে না তাদের চোখের জল। উজানের ঢলের পানিতে বোরো ধানের সবুজ মাঠ তলিয়ে রয়েছে। ভাটি বাংলার মানুষের ভাগ্যের সাথে রয়েছে প্রকৃতির নিবিড় সম্পর্ক। গেল ক’দিনের ভারী বর্ষণের ধারাবাহিকতায় আবার নিকলীর নতুন হাওরাঞ্চল পানিতে প্লাবিত হচ্ছে। উপজেলার ছাতিরচর ইউনিয়নের পাঁচটি হাওর চানধাল, নয়নবালি, কুড়ের পাড়, সোলা পায়েরারচর, ভ‚মি হীনেরচর, ভারসনেরচরের, কারপাশার বড় হাওর, ভরলিয়ারচর, ধানের জমি পানিতে ভাসছে। ছাতিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুল আমিন চৌধুরী জানান, ছাতির চরে প্রায় ১৭০ হেক্টর জমির বোরো ফসল ২৮ ব্রি ২৯ ধানের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভ‚মির পরিসংখ্যান সম্পর্কে জানতে চাওয়া হলে উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, উপজেলায় সাতটি ইউনিয়নে আমাদের পরিসংখ্যান অনুসারে ৭৬০ হেক্টর বিভিন্ন জাতের বোরো ধানের জমির ফসল বিনষ্ট হয়েছে। আর এসব ভ‚মিতে ৪ হাজার ৫৬০ মেট্রিক টন ফসল উৎপাদন হতো। যার বাজার মূল্য ৭ কোটি ৫৮ লাখ টাকা। ছাতিরচর গ্রামের স্কুলশিক্ষক ও কৃষক সোহাগ, পছন্দ আলী জানান, এ এলাকাটি একটি চরম দুর্গম এলাকা। নদীভাঙনে অনেক জমি নদীতে বিলীন হয়েছে। এখানকার মানুষ বোরো ধানের ওপর নির্ভরশীল। প্রতি বছর ফসলহানির কারণে গ্রামের লোকজনের অর্থনৈতিক অবস্থা ভালো না। বন্যার পানিতে জমি তলিয়ে যাওয়ায় এখানকার বর্গা, প্রান্তিক, নি¤œ মধ্যবিত্ত চাষিদের মাথায় বইছে ঋণের বোঝা। মহাজন, এনজিও ও ব্যাংক লোন পরিশোধ নিয়ে চিন্তিত কৃষকরা। ভ‚মিহীন কৃষক তোরাব আলী জানান, আমরা পৈতৃক সূত্রে নয়, বরং প্রতি বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতিতে আবাদি জমি বিক্রি করে লগ্নীকৃত টাকা পরিশোধ করতে করতে আজ আমরা ভ‚মিহীন। ইতোমধ্যে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নিকলী বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক ভ‚ঁইয়া, উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা জহিরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ