Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : বন্যাকবলিত কিশোরগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। গতকাল বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার ছোট বড় ৩৫টি হাওরের ৩৩ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। কৃষকের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। তিনি আরও বলেন, একদিকে পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়া, আর অন্যদিকে ব্যাংক ঋণ, এনজিও ঋণ, মহাজনি ঋণসহ সকল প্রকার ঋণের বোঝা নিয়ে এলাকার মানুষ শরনার্থীর মতো পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, তিনটি উপজেলার কৃষকের ঘরে কোনো ফসল নেই। অকাল বন্যায় গো-খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন করে ঋণের ব্যবস্থা, পূর্বের ঋণের সুদ মওকুফ করা এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সাহায্য এবং কৃষি ভর্তুকি দিয়ে গ্রামের মানুষের মনে আশার সঞ্চার করতে হবে। সংবাদ সম্মেলনে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ স্থানীয় আ.লীগের নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ