Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-স্ত্রী-শ্যালকসহ পিআইসি কমিটির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা

চর-হাইজদা বাঁধ মেরামতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : সময়মতো সঠিকভাবে চর-হাইজদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণকাজ সম্পন্ন না করে প্রকল্পের টাকা আত্মসাতের ফলে বাঁধ ভেঙে হাওরাঞ্চলের কৃষকদের বোরো ফসল তলিয়ে যাওয়ার অভিযোগে পিআইসির কমিটির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মোহনগঞ্জ থানা সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ডিঙ্গাপোতা হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য চর-হাইজদা বেড়িবাঁধের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘জালালের কুর’ নামক স্থানটি সংস্কারের লক্ষ্যে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড গাগলাজুর ইউনিয়নের মহিলা মেম্বার কিরণ আক্তারকে সভাপতি, স্বামী উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং ভাই মোর্শেদ আলম রঞ্জুলকে সদস্য করে ৭ সদস্যবিশিষ্ট পিআইসি কমিটি গঠন করে উক্ত কমিটির নামে সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়। সময়মতো সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামত কাজ সম্পন্ন না করে উজান থেকে ঢলের পানি আসার আগ মুহূর্তে দায়সারাভাবে কিছু কাজ দেখিয়ে প্রকল্পের টাকা তুলে নেয়। কাজ শেষ করার একদিন পরই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জালালের কুর বাঁধ ভেঙে ডিঙ্গাপোতা হাওরসহ আশপাশের বিভিন্ন হাওরের ফসল কৃষকের চোখের সামনে তলিয়ে যায়। দায়িত্ব অবহেলা, গাফিলতি ও লুটপাট মানসিকতার কারণে বাঁধ ভেঙে আগাম বন্যায় প্রায় ২০ হাজার হেক্টর ফসল ঢলের পানিতে তলিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা। পিআইসি কমিটির ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে হাওরাঞ্চলের কৃষকদের এই দুঃখ- দুর্দশা দেখে জেলা পরিষদ সদস্য উপজেলা আ’লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন জনস্বার্থে প্রকল্প কমিটির সভাপতি স্ত্রী-স্বামী ও শ্যালকসহ মোট ৭ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি প্রকল্প কমিটির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ