Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে মারধর

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব উদযাপনের চাঁদা না দেয়ায় অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক এবিএম কামরুজ্জামানকে বেধড়ক মারধর করেছে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক মোল্যা। গতকাল বুধবার সকালে এ মারপিটের ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ে নববর্ষ উদযাপনের জন্য বিদ্যায়ের ছাত্র ছাত্রীরা ও পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক মোল্যা প্রধান শিক্ষকের নিকট ১০ হাজার টাকা চায়। কিন্তু প্রধান শিক্ষক কাছে টাকা না দিয়ে শিক্ষক খান সাইফুল ইসলাম টিটোন ও অফিস সহকারী মতিয়ার রহমানের মাধ্যমে টাকা খরচ করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক মোল্যা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাঁকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া শাখার সভাপতি প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম দোষীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম মারপিটের কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ