Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৮

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়টি দেশীয় অস্ত্র ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৮ চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়ার ফরিজ উদ্দিনের ছেলে আনারুল, আনারুলের ছেলে আব্দুস সালাম, রুহুল মাহমুদ, কালাম, এরফান আলীর ছেলে আব্দুল খালেক, আতাউর রহমানের ছেলে বকুল, হুদমাপাড়ার আফজাল হোসেনের ছেলে গোলাম রব্বানী ও বিশুর ছেলে নিয়ারুল ইসলাম। মঙ্গলাবার গভীর রাতে আজমতপুর বিওপির টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া ও হুদমাপাড়া চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া এ চোরাচালানীর সাথে জড়িত তিনজন মাদক চোরাকারবারী পলাতক রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ