Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া‘ ইউনিয়নের রাজধানী বাজার এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সদস্য ওমর আলী শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ওমর আলীর কাছে রক্ষিত একটি দেশীয় তৈরি ওয়ান সুট্যার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সদস্য ওমর আলী শেখ জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রাম নগর গ্রামের শুকুর আলী শেখের ছেলে। রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এর নির্দেশনা মোতাবেক, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রাজধানী বাজার এলাকা থেকে চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সদস্য ওমর আলী শেখকে গ্রেফতার করা হয়। ওমর আলী কালুখালী উপজেলার হরিন বাড়িয়া চর এলাকার চাঞ্চল্যকর পাঁচ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পুলিশের সোর্স আমির হত্যা মামলা এবং রুবেল হত্যা মামলা অন্যতম আসামি। ওমর শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে তিন জনের জেল-জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সদরে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা করে জরিমানা ও এক মুদি ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি জানান, ‘আয়ুব বেকারি ও ভাই ভাই বেকারিকে বিএসটিআই সনদ না থাকা এবং নোংরা পরিবেশের অভিযোগে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার চৌরাস্তায় মুদি দোকান ব্যবসায়ী আসাদ মিয়াকে (২৫) মেয়াদোত্তীর্ণ মসলা ও যৌন উত্তেজক নিষিদ্ধ পানীয় রাখার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ