Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগুনে বোদার কৃষকের মুখে হাসির ঝিলিক

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ে বোদায় বেগুন চাষে কৃষকের মুখে হাসি ঝিলিক দেখা যাচ্ছে। এলাকা ঘুরে বেগুন ক্ষেত দেখে এবং বেগুন চাষিদের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া ও পরিবেশ সুন্দর হওয়ায় বেগুনের ফলন হয়েছে ভালো। বর্তমানে বাজারে বেগুনের দামও ভালো। গতকাল শনিবার বোদা বাজারে প্রতি কেজি বেগুন খুচরা মূল্যে বিক্রি হয়েছে ৩০ টাকা দরে। আর কৃষকরা পাইকারি ২৫ টাকা দরে তাদের বেগুন বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে কমবেশি সব জায়গায় বেগুন চাষ হয়েছে। তবে ঝলইশালশিরি, বেংহারী বনগ্রাম, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি বেগুন চাষ হয়েছে। এখানকার কৃষকরা বেগুন চাষে বেশি লাভবান হওয়ায় দিন দিন এ ইউনিয়নগুলোতে বেগুন চাষ আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বেগুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বেগুন চাষ হয়েছে বলে উপজেলা কৃষি অফিস ও কৃষকরা দাবি করছেন। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন অর রশিদ জানান, এ উপজেলার মাটি বেগুন চাষের জন্য বেশ উপযোগী। উপজেলা কৃষি বিভাগ লাভজন ফসল বেগুন চাষে কৃষকদের নানান রকম সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছেন। আগের চেয়ে চলতি মৌসুমে বেগুন চাষ বৃদ্ধি হয়েছে। আবহাওয়ার অনুক‚ল পরিবেশ থাকায় বেগুনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ