বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জহির রায়হান (৪৫)। তিনি ট্রাফিক পুলিশের দক্ষিণ জোনে কর্মরত ছিলেন।
বুধবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ দক্ষিণ জোনের সহকারী উপ-পরিদর্শক(এটিএসআই) ফয়সাল করিম জানান, সকালে চৌমুহনী বাজারের যানজট নিরসনে জহির ডিউটি করছিলেন। এ সময় সিইউএফএল সড়ক হয়ে আসা চট্টগ্রামগামী (ঢাকা-মেট্রো-ট-৯৩৬৪) ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ ইনকিলাবকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।