Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচারণায় উৎসবের আমেজ বদলে যাচ্ছে দৃশ্যপট

জিয়ারকান্দি ইউপি উপনির্বাচন

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, কুমিল্লা উত্তর থেকে : সবচেয়ে আলোচিত-সমালোচিত এবং সন্ত্রাসী এলাকা হিসেবেখ্যাত কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠানের আর মাত্র চারদিন বাকি। গত বছরের নভেম্বরে এই ইউনিয়নের চেয়ারম্যান এবং তিতাস যুবলীগ যুগ্ম আহŸায়ক মো. মনির হোসাইন সরকার একদল দুর্বৃত্তের হাতে খুন হন। আগামী ১৬ এপ্রিল শুধু চেয়ারম্যান পদের জন্য এখানে উপনির্বাচন অনুষ্ঠান হবে। গত নির্বাচনে অজ্ঞাত কারণে এখানে কেউ প্রার্থী হতে পারেনি। ফলে মনির হোসাইন বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে এখানে দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আ.লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী তিতাস উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ আলহাজ আলী আশরাফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী তরুণ সমাজসেবী গোলাম সারোয়ার সরকার (আনারস)। সারোয়ার সরকার আ.লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হন। এই দুই প্রার্থীর এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তবে নৌকার প্রার্থী আলী অশরাফ ব্যক্তি ইমেজের কারণে এলাকায় তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দু’জন থাকায় প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নৌকা ও আনারস মার্কার প্রার্থী ও তাদের সমর্থক-কর্মীরা ভোটারদের কাছে ধরণা দিচ্ছে, নানা প্রতিশ্রæতি দিচ্ছে। প্রার্থীদের এখন নির্ঘুম সময় কাটছে। এদিকে প্রথমদিকে ভোটের হিসাবে নৌকার অবস্থান খুবই নাজুক পরিস্থিতি ছিল। আ.লীগের জেলা, উপজেলা ও ইউনিয়র পর্যায়ের নেতাকর্মীদের গ্রামের বাড়ি বাড়ি ওঠান বৈঠক, ভোটারদের কাছে সরকারের উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরাসহ উন্নয়নের নানা প্রতিশ্রæতি দেয়ার ফলে নৌকার পালে এখন হাওয়া বইছে। ভোটে ও প্রচারণায় অনেক এগিয়ে নৌকার প্রার্থী আলী আশরাফ। কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রভাবশালী নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, তিতাস আ.লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মো. শওকত আলী, সেক্রেটারি এবং তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার, জিয়ারকান্দি ইউপি আ.লীগের সভাপতি আজম খানসহ শত শত নেতাকর্মী আলাদা আলাদা ভাবে নৌকার প্রচারণায় নেমেছেন। গত সপ্তাহখানেক ধরে জেলার প্রভাবশালী নেতা পারভেজ হোসেন সরকারকে বিভিন্ন গ্রামে নৌকার প্রচারণা চালাতে দেখা গেছে। এদিকে স্বতন্ত্রপ্রার্থী সারোয়ার সরকারকে (আনারস) এ সংবাদ লেখা পর্যন্ত গত রোববার, সোমবার ও মঙ্গলবার অজ্ঞাত কারণে নির্বাচনী মাঠে প্রচারণায় দেখা যায়নি। তবে তার সমর্থক-কর্মীদের প্রচারণা চালাতে দেখা গেছে। এদিকে ভোট অনুষ্ঠানের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠের দৃশ্যপট ততই বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশও। প্রথম দিকের ভোটের হিসাবের সাথে এখনকার ভোটের হিসাবের মিল নেই। স্থানীয় রাজনৈতিক অভিজ্ঞ মহল ও এলাকার বিশিষ্টজনরা বলছেন, নৌকার প্রার্থী আলী আশরাফ ব্যক্তি হিসেবে খুবই ভাল, ধার্মিক, ন্যায়পরায়ণ। এলাকায় তার কোনো বদনাম নেই। আমরা চাই আলী আশরাফের মতো মানুষই এই আলোচিত ইউনিয়নের চেয়ারম্যান হউক। তাহলে এলাকায় শান্তি ফিরে আসবে, আমাদের বিশ^াস। তারা নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ