রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : কলমাকান্দা বাজারের মাছ ব্যবসায়ী ভজন চন্দ্র দাসকে (২৮) গলা কেটে হত্যা করার অভিযোগে আসামি সুরজামালকে (২৬) মৃত্যুদন্ড এবং নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে নেত্রকোনা জজ আদালত। জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, কলমাকান্দা উপজেলার ছোট শালজান গ্রামের মৃত রাহু ওরফে লাহু মিয়ার পুত্র কলমাকান্দা বাজারের চায়ের দোকানদার সুরজামাল বিগত ২০১৫ সালের ২২ অক্টোবর বাঘারপাড় গ্রামের সুনীল চন্দ্র দাসের পুত্র কলমাকান্দা বাজারের মাছ ব্যবসায়ী ভজন চন্দ্র দাসকে পূজা দেখতে নিয়ে যায়। এরপর ভজন আর বাড়ি ফিরে না আসায় তার পিতা সুনীল ২৪ অক্টোবর কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে কলমাকান্দা পশ্চিম বাজারের মল্লিক বাড়ির অটো রাইস মিলের পাশে বস্তাভর্তি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে মাথাবিহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে রাজ কুমারের চায়ের দোকানের উত্তর পাশ থেকে মাথা উদ্ধার করে। নিহতের পিতা সুনীল বাদি হয়ে ওই দিনই সুরজামালকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৫ ফেব্রæয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামি সুরজামালের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।