রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুর উপজেলার হাটবাজারের দরপত্র পে-অর্ডার জালিয়াতির ঘটনায় অবশেষে প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গত ১৬ ফেব্রæয়ারি, বাংলা ১৪২৪ সনের জন্য পার্বতীপুর উপজেলায় ৫০টি হাটবাজার ইজারার আওতায় আনা হয়। এর আগে ১ম পর্যায়ে ৪৫টি, ২য় পর্যায়ে ৩টি এবং ৩য় পর্যায়ে ২টি হাটবাজার ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানকালে ৫০টি হাটবাজারের সর্বোচ্চ দরদাতাদের দাখিলকৃত দরের ৩০% বিডি যাচাইয়ের জন্য বিডি ইস্যুকৃত ব্যাংকের নিকট হতে যাচাই প্রতিবেদন চাওয়া হয়। এরমধ্যে ব্যাংক থেকে পাঠানো যাচাই প্রতিবেদনে উপজেলা ১০নং হরিরামপুর ইউপি আনন্দ বাজারের সর্বোচ্চ দরদাতা খলিলপুর সরদার পাড়া গ্রামে সাদেকুল ইসলামের পুত্র মেজবা আহাম্মদ এর পে-অর্ডার নম্বর-১৬৫২২৪৫ (জনতা ব্যাংক লিঃ, সৈয়দপুর শাখা) ও ৯নং হামিদপুর ইউপির ঢেড়ের হাটের সর্বোচ্চ দরদাতা একই গ্রামের সাদেকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ্ আল-মামুনের পে-অর্ডার নম্বর-১৬৫২২৪১ (জনতা ব্যাংক লিঃ, সৈয়দপুর শাখা) যাচাই অন্তে প্রাপকের নাম ও টাকার গড়মিল রয়েছে বলে ব্যাংক থেকে প্রতিবেদন দেওয়া হয়। ৭৫,০০০/- টাকা করে দরপত্রের সাথে দাখিলকৃত দুইটি পে-অর্ডারেই ভুয়া ও জালিয়াতি করা হয়েছে। এরেই প্রেক্ষিতে গত ১৯ মার্চ উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহামুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির এক সভায় হাট দুইটির ইজারা বাতিল করে উক্ত ইজারাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ মার্চ প্রতারকদের বিরুদ্ধে মামলা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহামুদুর রহমানের প্রতিনিধি হিসেবে অফিস সহকারী মাইনুল ইসলাম অভিযোগ দাখিল করেন। অবশেষে তাদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই হাটবাজার দুটি আবারও দরপত্র আহŸান করা হলে সেই বিষয়ে অনেক জল্পনা-কল্পনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।