Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়ি তিস্তায় প্রতীকী পানির ঢল কর্মসূচি

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে বিলুপ্তপ্রায় নদ-নদী সংরক্ষণে সোচ্চার হয়েছে সচেতন মহলসহ সাধারণ নাগরিক। গতকাল মঙ্গলবার জেলার উলিপুরে মৃতপ্রায় বুড়ি তিস্তা নদীকে বাঁচাতে ভরা কলস দিয়ে প্রতীকী পানির ঢল কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের হাজার হাজার মানুষ। উলিপুর শহরের মাঝ দিয়ে বয়ে চলা ৩০ কিলোমিটারব্যাপী তিস্তার শাখা নদীটি এখন ভ‚মিদস্যুদের কবলে পড়ে বেদখল হয়ে গেছে। ‘বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও’ এই দাবিতে সামাজিক-সাংস্কৃতিক, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে উলিপুর প্রেসক্লাব এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি প্রতীকী পানির ঢল কর্মসূচি পালন করে। কর্মসূচিতে হাঁড়ি-পাতিল, কলস, বালতি, বোতলসহ একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে বুড়ি তিস্তার পাড়ে এসে জমায়েত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, তৈয়বুর রহমান, রেল ও নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ উপজেলা কমিটির সভাপতি আপন আলমগীর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ