রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগ নেতা কবির হোসেনের মা আমেনা খাতুন বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ এলাকায় কবির হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কবির হত্যা ঘটনায় পুলিশ মঙ্গলবার ভোরে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো- সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে ইয়াকুব আলী, একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিলদার রহমানের ছেলে ইকবাল হোসেন ও নারায়নজোল গ্রামের বাবর আলীর ছেলে ইমাম হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।