Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তোফাজ্জেলকে বাঁচাতে সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের সৈয়দ মো. তোফাজ্জেল হোসেন (৩৭) জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেমাটোলজি বিভাগে প্রফেসর ডা. মো. ইউনছের তত্ত¡াবধানে চিকিৎসাধীন। হাসপাতালের ওয়ার্ড নং-১৫/এ, বেড নং-এম.এন.পি-৪। বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার বোন মেরু ট্রান্সপ্লাটেশন করা দরকার। কিন্তু এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং বাংলাদেশে এখনো চালু হয়নি। এতে প্রায় ৪০-৪৫ লাখ টাকার প্রয়োজন।
২০১৪ সালে ওরিয়ান ইনফিউশন লি. মেডিকেল প্রোমোশন অফিসার (্এম.পি.ও) হিসেবে কর্মরত অবস্থায় তার বøাড ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের সন্তান তোফাজ্জেল হোসেনের স্ত্রী মোসা. লিলি বেগমসহ দুই সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। সংসারের নিয়মিত খরচ চালাতেই যেখানে কষ্ট হয় সেখানে চিকিৎসা ব্যয়ের এত টাকা জোগাড় করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। তাই বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল, বিত্তবান, দয়াবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ
সৈয়দ মো. তোফাজ্জেল হোসেন
সঞ্চয়ী হিসাব নং-১০০০০৩৭৯৩
সোনালী ব্যাংক, নিয়ামতি বন্দর শাখা
মোবাইল : ০১৭১০৫৭৭৬৫৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ