Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জ আ.লীগের দুই গ্রুপে উত্তেজনা সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে আ.লীগের দলীয় কোন্দলের কারণে কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এম এ ছাত্তার এর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা থাকায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম ওই ১৪৪ ধারা জারি করেন। জানা যায়, গতকাল মঙ্গলবার স্থানীয় চরনিখলা স্কুল মাঠে আ.লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এম এ ছাত্তার এর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কোন্দল ও গ্রæপিংয়ের কারণে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ অব্যাহত থাকায় এ নিয়ে দুই গ্রæপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় গত সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আ.লীগের সিদ্ধান্ত মোতাবেক সংবর্ধনা অনুষ্ঠান স্থগিতের চিঠির প্রেক্ষিতে অনুষ্ঠান স্থগিত করা হয়। জেলা কমিটির সিদ্ধান্তে আয়োজক পৌর আ.লীগ সংবর্ধনা স্থগিত করলেও স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান একই মঞ্চে পুনরায় ওই সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দিলে শুরু হয় চরম উত্তেজনা, এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম মঙ্গলবার ১৪৪ জারি করেন। যা পৌর সদরসহ তিন কিলোমিটারের মধ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। উল্লেখ্য, ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান, এছাড়াও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা সভায় উপস্থিত থাকার কথা ছিল। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, সংবর্ধনাকে ঘিরে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা থাকায় সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ