Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীর বজরা ব্রিজ এখন মরণফাঁদ

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম বজরা গ্রামের মুহুরী বাড়ির সামনের ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বজরা, শীলমুদ ও সাকিরপুর গ্রামের একমাত্র সংযোগ সড়কের এ ব্রিজটি গত এক বছর পূর্বে মূল ফটক ভেঙে পড়ে যায়। ব্রিজটির মূল অংশ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। পাঁয়ে হেঁটেও চলাচল করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ব্রিজটির এ অবস্থায় চরম দুর্দশায় জীবনযাপন করছেন এ এলাকাবাসী। প্রতিদিন এ ব্রিজ দিয়ে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত কোমলমতী ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী অসুস্থ হলে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য কোনো যানবাহান পাওয়া যায় না। এমনকি এলাকার আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ প্রশাসন সময় মতো পৌঁছাতে বিড়ম্বনার শিকার হচ্ছে। অগ্নিকাÐের ঘটনা ঘটলে সময়মত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে পারে না। একমাত্র সড়ক এটি হওয়ায় উপজেলা শহর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামগুলোর বাসিন্দারা। ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসী বারাবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এখনো গ্রহণ করা হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। এ প্রসঙ্গে ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, এ ব্রিজ দিয়ে বাসিন্দারা চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। উপজেলা প্রকৌশলী আবু আল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা উন্নয়ন তহবিল থেকে এ অর্থবছরে ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ