Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সেনবাগ (নোযাখালী) উপজেলা সংবাদদাতা : শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা ৫ শতাংশ প্রবৃদ্ধি এবং বাড়িভাড়ার দাবিতে নোয়াখালীর সেনবাগের ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। এ উপলক্ষে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও শিক্ষা জাতীয়করণের দাবিতে কালো ব্যাজ ধারণ করে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো: আবু তাহের সেলিম, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ